‘এ’ দলের স্কোয়াডে ডাক পেলেন কায়েস-বিজয়

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে বিশ্বকাপের ব্যস্ততায় সময় পার করছে ইংল্যান্ডে। এরই মধ্যে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজের আয়োজ করেছে বিসিবি।

‘এ’ দলের এই সিরজের জন্য শনিবার (২৯ জুন) ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ক্রিকেট বোর্ডের পক্ষ তেকে। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি দাক পেয়েছেন হাই পারফরম্যান্স উইনিটে থাকা তরুণ ক্রিকেটাররাও। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে থাকতে না পারলেও ‘এ’ দলের স্কোয়াডে ঠাই হয়েছে ইমরুল কায়েসের। পাশাপাশি এনামুল হক বিজয় কিংবা রকিবুল হাসানের মত অভিজ্ঞরাও রয়েছেন এই স্কোয়াডে।

তরুণ ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছে আফিফ হোসেন ধ্রুব, জাকির কিংবা নাইমের মত ক্রিকেটাররা।

আফগান ‘এ’ দলের বিপক্ষে এই সিরজে ২টি চারদিনের ম্যাচের পাশাপাশি রয়েছে পাঁচটি একদিনের ম্যাচও।

এক নজরে আফগান্নিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ১৪ সদস্যের স্কোয়াড:
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম, সানজামুল ইসলাম, ইরফান হোসেন, রাব্বি, রকিবুল হাসান, নাঈম শেখ, তানবীর হায়দার চৌধুরী, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, তানভিরুল ইসলাম, সুমন খান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »