‘এ’ দলের ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ালো বৃষ্টি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২টি চার দিনের ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ‘এ’ দল এখন শ্রীলংকায়। শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচে বৃষ্টি বাঁধায় এখনো মাঠে গড়ায় নি খেলা।

আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়  শ্রীলঙ্কার কাতুনায়েকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রথম চার দিনের ম্যাচের প্রথমটা শুরু হয়েছে আজ।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ব্যর্থ হওয়া সৌম্য সরকারের জায়গা হয়েছে ‘এ’ দলে। ছোট ফরম্যাটের দলে আগেই জায়গা হারানো মেহেদী হাসান মিরাজও হয়েছেন তার সঙ্গী। অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে।

বাংলাদেশ ‘এ’ : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, সালাউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »