https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান নতুন করে চোট বাধিয়েছেন বাড়িতে গিয়ে! শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ছুটিতে ছিলেন ক্রিকেটাররা। সেই ছুটিতে বাড়িতে গিয়েই চোট বাধিয়েছেন সৌম্য।
ছুটিতে সব ক্রিকেটাররাই ছিলেন নিজ বাড়িতে। কেউ কেউ আবার সেরে নিয়েছেন নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা। সৌম্য সরকারও গিয়েছিলেন নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরাতে। সেখানে গিয়ে ভারি বস্তুর সাথে পায়ে আঘাত লেগে চোট পেয়েছেন সৌম্য সরকার।
সোউম্যর এই চোট অবশ্য খুব বেশি গুরুতর নয়। চোট মারাত্মক না হলেও সেই খবর জানা গিয়েছে আজ সকালে কন্ডিশনিং ক্যাম্পে যখন তিনি যোগ দিয়েছেন। নিজ সতীর্থদের সাথে ক্যাম্পে যোগ দেয়ার পরই এই খবর জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজকে কেন্দ্র করে সোমবার (১৯ আগস্ট) থেকে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। যেখানে যোগ দিয়েছেন ২২ জন ক্রিকেটার।