নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার দ্বৈরথ ক্রিকেটের ঐতিহ্যের সবচেয়ে প্রাচীন ঘটনা। নাক উঁচু ইংলিশ বলে একটা কথা আছে। আবার অস্ট্রেলিয়ার অদমনীয় মানসিকতা ইংলিশদের দুচ্ছাই বলে পাশ কাটিয়ে যাওয়ার ঘটনাগুলো তো, অ্যাশেজ ও অন্যান্য সিরিজে কম আলোচনা সৃষ্টি করেনি!
অন্যের প্রশংসা করার ব্যাপারে ইংলিশরা বরাবরই কৃপণ। সেটা যদি হয় আবার তাদের জাত দুশমন অস্ট্রেলিয়ার কেউ, তবে তো কথাই নেই!
অথচ প্রশংসা এবার যিনি পেলেন তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর যিনি করলেন, তাঁকে বলা হয় আধুনিক ইংলিশ ক্রিকেটের সবচেয়ে ধূর্ত অধিনায়ক মাইকেল ভন।
পাকিস্তানের বিপক্ষে দারুন কিছু সিদ্ধান্ত, গুরত্বপূর্ণ সময়ে এসে মোহাম্মদ হাফিজের উইকেট তুলে নেয়া, এসবই সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের কাজটা করে দেখিয়েছেন অজি অধিনায়ক।
বিবিসি’তে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত সেরা অধিনায়ক হিসেবে ফিঞ্চকে বর্ণনা করেছেন ভন। তিনি বলেছেন,’ এখনো পর্যন্ত বিশ্বকাপে আমার দেখা ট্যাকটিক্যালি অ্যারন ফিঞ্চ সেরা অধিনায়ক। আমি দেখেছি কিভাবে দলের অস্থির সময়ে তিনি পরিকল্পনাগুলো অদল-বদল করে দলকে জয়ের দিকে নিয়ে গেছেন। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া কিন্তু একট সময় উদ্বিগ্ন হয়ে পড়েছিল। ফিঞ্চ নিজে এসে স্পিন দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন।’
একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে খেলার স্নায়ুক্ষয়ী মুহূর্তে ওয়াহাব রিয়াজের বিপক্ষে রিভিউ নিয়ে সফল হওয়ায়, ভনের প্রশংসা কুড়িয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।