শোয়েব আক্তার »
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামা এলোমেলো ঢাকা প্লাটুন কে পাহাড়সম রান টার্গেট দিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টসে জিতে চট্টগ্রাম কে ব্যাটিং এ পাঠান ঢাকা’র অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।তবে, অধিনায়কের সিদ্ধান্তের যর্থাথতা প্রমাণে পুরোপুরি ব্যর্থ হোন ঢাকা প্লাটুনের বোলার’রা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান লেন্ডন সিমন্স ও আভিস্কা ফার্নেন্দ শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন।দুজনে মিলে মাত্র ২৮ বলে ৫১ রানের জুটি গড়েন। ১৩ বল থেকে ২৫ রান করে হাসান মাহমুদের করা পঞ্চম ওভারের পঞ্চম বলে আভিস্কা ফার্নেন্দ সরাসরি বোল্ড হয়ে গেলে প্রথম উইকেটের দেখা পায় ঢাকা প্লাটুন।
পাওয়ার প্লে’র ছয় ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম।
দ্বিতীয় উইকেট জুটিতে সিমন্স-ইমরুল কায়েস অর্ধ-শতরানের জুটি গড়েন। ১১ তম ওভারের দ্বিতীয় বলে সিমন্স রান আউটে কাটা পড়লে এ জুটি ভাঙ্গে। আউট হওয়ার আগে মাত্র ৩৬ বলে ৫ টি চার ও ৪ টি ছয়ের সাহায্যে ৫৭ রান সংগ্রহ করেন তিনি।
সিমন্স আউট হয়ে গেলে ইমরুল কায়েসের সাথে জুটি গড়েন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে আরও বিধ্বংসী রূপ নেন ইমরুল কায়েস। মাত্র ২৪ বল মোকাবেলা করে ৫ চার ও ১ ছয়ের সাহায্যে ৪০ রান করে অভিষিক্ত সালাউদ্দিন শাকিলের ফিরতি ক্যাচে সাজঘরে ফেরেন কায়েস।
কায়েস আউট হয়ে গেলেও উইকেটের অন্য প্রান্তে বোলারদের বারবার সীমানার বাইরে আছড়ে ফেলছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র ২৭ বল খেলে ৫৯ রান করেন তিনি। তাঁর ইনিংসটি ৪ টি ছয় ও ৫ টি চারে সাজানো ছিল। ১৮ তম ওভারের শেষ বলে রিয়াদ কে আউট করেন হাসান মাহমুদ।
শেষ দিকে চ্যাডউইক ওয়ালটনের ১৭ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে এবারের আসরের দলীয় সর্বোচ্চ ২২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।
ঢাকা প্লাটুনের পক্ষে হাসান মাহমুদ ২ টি ও সালাউদ্দিন শাকিল ১ টি উইকেট লাভ করেন।
২২২ রানের লক্ষ্যে কিছুক্ষণের মধ্যে ব্যাট করতে মাঠে নামবে ঢাকা প্লাটুন।