নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে অংশগ্রহন করবে বাংলাদেশ ক্রিকেট। কেননা আট বছর পর অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। যার ফলেই বাংলাদেশ পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে। এর আগে এশিয়ান গেমসে অংশ নিয়ে ২০১০ সালে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
তবে এখন আবার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ দল আশাবাদি শিরোপা জেতায়। তবে প্রথম বারের মতো বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। তবে চোটের কারণে তাঁর এখন আর যাওয়া হচ্ছে না নেপালে।
ভারতের সাথে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একাদশে নিয়মিত মুখ ছিল এ লেগ স্পিনারের। তবে টি-টোয়েন্টি মিশন শেষে ইমার্জিং এশিয়া কাপের দলের সাথে যোগ দেন তিনি। তবে গত ১৪ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ইমার্জিং কাপের ম্যাচ চলাকালীন ডান হাতে চোট পান বিপ্লব। যার ফলে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় এই লেগ স্পিনারকে।
ইমার্জিং কাপের পর এখন এসে গেমস খেলা হচ্ছে না তাঁর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইমার্জিং কাপে বিপ্লব যে চোট পেয়েছে তা এখনও সেরে ওঠেনি। তাই আমরা ওকে পাঠাচ্ছি না।’
বিপ্লবের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এসএ গেমসের জন্য দল শীঘ্রই যাচ্ছে। সেখানে ইনজুরির কিছু সমস্যা আছে। বিপ্লব’কে সেখানে যেতে দেয়া হচ্ছে না। চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’