নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এসএ গেমসে স্বর্ণজয়ের জন্য রীতিমত বিপক্ষ দলগুলোর উপর চড়াও হচ্ছেন নারী ক্রিকেটাররা। নিজের লক্ষ্য কেবল স্বর্ণ আর এতে সামনে যে দলই আসুক না কেন তাদের হারাতে হবে। এসএ গেমসের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দল ও দ্বিতীয় ম্যাচে নেপাল নারী দলকে হারিয়ে দুরন্ত সুচনা করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় ম্যাচে মালদ্বীপ নারী ক্রিকেট দলের বিপক্ষে রীতিমত ঝড় তুলেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলার বাঘিনীরা। বাঘিমীদের জোড়া সেঞ্চুরিতে পান পাহাড়ে নারী দল।
পোখরার পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নারী দলের অধিনায়ক সালমা খাতুন। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানের ব্যবধানে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরান দুই উদ্বোধনী ব্যাটসম্যান শামীমা সুলতানা ও সানজিদা ইসলাম।
৪ বলে ৫ রান করে রানআউটে কাটা পড়েন শামীমা সুলতানা আর ৫ বলে ৭ রান করে শাম্মা আলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সানজিদা ইসলাম। তারপর থেকেই শুরু হয় মালদ্বীপ বোলারদের উপর ঝড়। তিনে ও চারে নামা নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক দুইজনেই ছিলেন বেশ মারমুখী।
এরপর আর কোন উইকেট হারাতে হয়নি দলকে। নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক দুজনেই তুলে নেন সেঞ্চুরি। জ্যোতির থেকেও বেশ মারমুখী ছিলেন ফারজানা হক। ৫৯ বলে সেঞ্চুরি তুলে নেন নিগার সুলতানা আর ৪৯ বলে সেঞ্চুরি তুলে নেন ফারজানা হক।
শেষ পর্যন্ত ১৪ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা। আর ২০ চারের সাহায্যে ৫৩ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন ফারজানা হক। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের নারী দলের সংগ্রহ ২৫৫ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
বাংলাদেশ নারী দল : ২৫৫/২ ( ওভার ২০) নিগার সুলতানা ১১৩*, ফারজানা হক ১১০*, শাম্মা ১/৩৮