এসএ গেমসের পর্দা উঠছে আজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শুরু হতে যাচ্ছে ‘সাউথ এশিয়ান অলিম্পিক’ খ্যাত এসএ গেমস। প্রায় দুই দশক পর নেপালে ফিরছে এসএ গেমস। এবারের আসরটিসহ মোট ১৩টি আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ। ৭ দেশের ক্রীড়াবিদদের মিলনমেলা হচ্ছে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে, যেখানে লড়াই হবে ১১৩৫টি পদকের জন্য।

প্রায় আট বছর এসএ গেমসে ক্রিকেট ফিরেছে। বাংলাদেশ থেকে পুরুষ ও নারী ক্রিকেট দল অংশ নিচ্ছে। এসএ গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫৯৫ জন অ্যাথলেট। ক্রিকেট ছাড়াও বাংলাদেশ ফুটবল দল অংশগ্রহণ করছে। শুধু ট্রাইলথন ছাড়া বাকি সব ডিসিপ্লিনেই থাকছে বাংলাদেশের প্রতিযোগী। এমনটি জানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। তাছাড়া তারা আগের চেয়ে বেশি পদক পাবার প্রত্যাশার কথা জানান।

১০ দিনের এই গেমসে ২৬টি ডিসিপ্লিনে ৩২৪টি সোনার লড়াইয়ে অংশ নেবেন ক্রীড়াবিদরা। তবে সবার থেকে এগিয়ে ভারত। বরাবরই সবার উপরে থাকে তানা। তবে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কাও বিভিন্ন ডিসিপ্লিনের ইভেন্টগুলোতে নিজেদের সাধ্যমতো লড়াই করবে। আগের ১২টি আসরেই ভারত ভালো পারফর্ম করেছে।

নেপালের কাঠমুন্ডুতে চলছে বাংলাদেশের খেলোয়াড়দের অনুশীলন। নিজেদের জ্বালিয়ে নিতে অনুশীলনে মনোযোগ বাড়িয়েছে সকলে এমনটি জানিয়েছেন বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনূর। তিনি জানান, ‘বাংলাদেশ অনুশীলনে কম সময় পেয়েছে। তবে এখানে এসে তারা অনুশীলনে মনোযোগ বাড়িয়েছে। প্রতিটি ইভেন্টে লড়াই করে যাবে, কোচদের অধীনে সবাই কাজ করছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »