নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
‘সাউথ এশিয়ান অলিম্পিক’ খ্যাত এসএ গেমসের ১৩ তম আসরের পর্দা উঠছে নেপালে। প্রায় ৮ বছর পর ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। যার ফলে বাংলাদেশ পুরুষ ও নারী অনূর্ধ্ব-২৩ ক্রিকেট ক্রিকেট দল অংশ নিচ্ছে। ইতিমধ্যে নারীরা দেশ ছাড়লেও, ছাড়েনি পুরুষ দল। তাই আজ নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়েছে শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।
ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে উঠা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলই যাচ্ছে নেপালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হাসান শান্ত’কে অধিনায়ক করে এসএ গেমসের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। তবে তাদের সাথে ফিরেছে ভারতের সাথে টেস্ট স্কোয়াডে থাকা ডানহাতি ওপেনার সাইফ হাসান।
আগামী ৪ ডিসেম্বর টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচ কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হবে।
এসএ গেমসে বাংলাদেশের সময়সূচিঃ
৪ ডিসেম্বরঃ বাংলাদেশ বনাম মালদ্বীপ
৬ ডিসেম্বরঃ বাংলাদেশ বনাম ভুটান
৭ ডিসেম্বরঃ বাংলাদেশ বনাম নেপাল
৮ ডিসেম্বরঃ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
বাংলাদেশ দলঃ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মানিক খান, মেহেদী হাসান ও হাসান মাহমুদ।