এশিয়া কাপ নিয়ে ইতিবাচক চিন্তা বিসিবির

নিউজ ডেস্ক »

করোনার ভাইরাস বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়ায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ শঙ্কায় পড়ে গেছে। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি এনিয়ে বেশ চিন্তিত। তবে এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে কোনো ধরনেরে নেতিবাচক চিন্তা করতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিবাচকভাবেই ভাবতে চাইছে বিসিবি।

এনিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ‘আমার মনে হয় ইতিবাচকভাবে চিন্তা করাই ভালো। অনিশ্চিয়তা তো পুরো দুনিয়া ব্যাপিই রয়েছে। তাছাড়া হাতে সময় আরো প্রায় ৫ মাস রয়েছে, মানে সেপ্টেম্বরে, অনিশ্চয়তার কথা না ভেবে আমরা আগে দেখি না পরিস্থিতি কোন দিকে যায়। আপনারা জানেন এশিয়া কাপ সদস্য দেশগুলোর জন্য একটি বড় টুর্নামেন্ট। অতএব আমরা ইতিবাচক হিসেবেই চিন্তা করি।’

অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »