নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মাসের ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আজ মঙ্গলবার এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজন হলেও আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এবারের আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
আগামী ২৮ আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এক সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।