এশিয়া কাপের সেমি ফাইনালে টাইগার যুবারা

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

শ্রীলঙ্কায় চলমান যুব এশিয়া কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে ৪২ রানের ব্যাবধানে।

বাংলাদেসের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কার যুবারা। আরেক ওপেনার কামিল মিশরার সাথে মিলে এগোতে থাকেন রভিন্দু নাশাথা। কামিলকে ব্যক্তিগত ৩৩ রানে ফিরিয়ে দেন রাকিবুল হাসান, স্থায়ী হয়নি রাভিন্দুর ব্যাটও। মিডল অর্ডারে আহান উইকরামসিংহে ও অধিনায়ক নিপুন ধনঞ্জয়া রানের গতি ধরে রাখেন। আহানকে ব্যক্তিগত ৩৩ রানে সাজঘরে ফেরত পাঠান শামিম। থিতু হওয়া অপর ব্যাটসম্যান নিপুন ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন আশরাফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে। শেষের দিকে লড়াই চালিয়ে যান রোহান সঞ্জয়। তবে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন তিনি। ইনিংসের ১৪ বল বাকি থাকতেই লঙ্কানরা অলআউট হয়েছে ২৩১ রানে। ফলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ম্যাচটি জিতে নেয় ৪২ রানে।

বল হাতে বাংলাদেশের হয়ে রাকিবুল ৩টি, শরিফুল ২টি, আশরাফুল ২টি এবং শামিম ও মৃত্যুঞ্জয় নেন ১টি করে উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার তানজিদ হাসান ও মাহমুদুল হাসান ইনিংস উদ্বোধন করতে আসেন। তানজিদ ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও একপ্রান্তে ব্যটিংয়ে অটল থাকেন মাহমুদুল। তিনে নামা পারভেজ হোসেন ইমন খুব বেসি সুবিধা করতে না পারলেও ফিফটি তুলে নিয়েছেন তৌহিদ হৃদয়। ইনিংসের ৪৭তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে ১৩৮ বল মোকাবেলায় ১২৬ রান করেন মাহমুদুল। লোয়ার অর্ডারের বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগার যুবারা স্কোরবোর্ডে তোলে ২৭৩ রান।

এই জয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালে পা রাখলো যুব টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »