এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার ফাইনালে টাইগার যুবাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের যুবাদের বিপক্ষে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে বাংলাদেশের যুবারা।

শ্রীলঙ্কার মোরাতুয়ার টাইরনি ফার্নান্দো স্টেডিয়ামে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। একই পরিস্থিতি ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম সেমিফাইনালেও।

সকাল থেকে শুরু হওয়া মুষলধারের বৃষ্টিতে চলে দুপুর পর্যন্ত। ফলে ভেস্তে যায় সেমিফাইনালের ম্যাচ দুটি। ফলে বাইলজ অনুযায়ী দুই গ্রুপ চ্যাম্পিয়ন দল বাংলাদেশ-ভারত ফাইনালের টিকিট পায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »