নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুটি ম্যাচে ভারতের মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ সাত ক্রিকেটারকে খেলানোর জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ধোনি এবং বিরাট কোহলি ছাড়া বাকি পাঁচজন ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা। ভারতের একটি সংবাদমাধ্যমকে এই ব্যাপারটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ এশিয়া এবং বিশ্ব একাদশের দুটি ম্যাচ আয়োজন করবে আগামী বছর। আমরা এশিয়া অঞ্চলের ক্রিকেটারদের দলে নিতে সংশ্লিষ্ট বোর্ডগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি।’
২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি ম্যাচ আয়োজন নিয়ে কয়েকমাস আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আশার কথা হলো এতে সায় দিয়েছে আইসিসি। আগামী বছরের ১৮ ও ২১ মার্চে অনুষ্ঠেয় এই ম্যাচ দুটিকে ইতিমধ্যে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও দিয়েছে আইসিসি।
এদিকে বিসিসিআই রাজি থাকলে এই ম্যাচ দিয়েই আবার ক্রিকেটে ফিরতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই সাবেক অধিনায়ক সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন।