গাজী নাসিফুল হাসান »
করোনা ভাইরাসের কারণে মার্চ থেকেই বন্ধ রয়েছে ক্রিকেট। আর যেভাবে করে দিনকে দিন ভাইরাস সংক্রমণ বেড়ে চলছে তাতে করে আবার কবে মাঠে ক্রিকেট ফিরবে তার সত্যিই বলা মুশকিল। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক ও ঘরোয়া ইভেন্ট। ক্রিকেটের আরো দুটি বড় টুর্নামেন্ট ঝুলন্ত অবস্থায় রয়েছে। যার মধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে শঙ্কা জেগেছে।
এশিয়া কাপ হচ্ছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট। ক্রিকেটে অন্যতম জনপ্রিয় এই এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তবে করোনা ভাইরাসের কারণে অন্যান্য বড় বড় টুর্নামেন্টের মতো এই এশিয়া কাপও রয়েছে স্থগিত হবার শঙ্কায়।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ ছিলো পাকিস্তান। তবে সেখানে যেতে প্রথম থেকেই অস্বীকৃতি জানাতে থাকে এশিয়ার অন্যতম পাওয়ার হাউস ভারত। আর বিসিসিআই এর আপত্তি থাকার কারণে এশিয়া কাপ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেবার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। তবে বর্তমান পরিস্থিতি আদৌ কি এশিয়া কাপ হবে কিনা এটি নিয়ে রয়েছে অনেক দ্বিধা দ্বন্দ।
তবে এবার এশিয়া কাপ আয়োজন নিয়ে মুখ খুললেন পিসিবি সভাপতি এহসান মানি। তিনি বলেছেন, ” ভেণ্যু সংক্রান্ত জটিলতা আগেই ঠিক হয়ে গিয়েছে। এবার এশিয়া কাপ হবে আরব আমিরাতে। তবে সেখানেও পরিস্থিতি অনুকূলে নেই। বর্তমানে পুরো বিশ্ব জুড়ে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে করে পরিস্থিতি কি হবে তার বলা মুশকিল। আর সেপ্টেম্বরে কি থাকবে তার বলা যাবে না। এমন হতেও পারে আগামী এক মাসের মধ্যে সব ঠিক হয়ে পারে আবার নাও হতে পারে। তবে এখন সিদ্ধান্ত দেয়া ঠিক হবে না। কেননা আরো কিছু বিষয় নিয়ে জেনে তারপর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”