এশিয়া কাপে বাংলার ট্রাম্পকার্ড তাসকিন!

দুর্জয় দাশ গুপ্ত »

সম্প্রতি আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে থাকা টাইগাররা আবারো মাঠে নামবে ঠিক ৪৩ দিন পর। বাংলার ক্রিকেট ভক্তদের জন্য অপেক্ষাটা একটু বেশিই। এশিয়া কাপের আগে টাইগারদের আর ম্যাচ না থাকায় খানিকটা মন খারাপ ভক্তদের।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের ২য় দিন অর্থাৎ ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া কাপের সূচী প্রকাশ হওয়ার পর থেকেই বাংলার ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছেন হয়তো এবার তাদের আক্ষেপটা ঘুচবে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় করতে পারলে সেটা পুরো দলের জন্যই হবে বাড়তি এক পাওয়া। কিন্তু এজন্য বাংলাদেশকে কঠিন পথ পাড়ি দিতে হবে।

এশিয়া কাপে কে হবেন বাংলার ট্রাম্পকার্ড? এমন প্রশ্নের জবাবে অনেকেই নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম বলতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশকে এশিয়া কাপে অবিশ্বাস্য কিছু করতে হলে জ্বলে উঠতে হবে টাইগার বোলারদের। আর বর্তমানে পেস বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া তাসকিন আহমেদের উপরই বর্তাবে গুরু দায়িত্ব। তার পার্টনার হিসেবে থাকবেন অভিজ্ঞ মুস্তাফিজ, হাসান মাহমুদ, শরীফুলরা।

বল হাতে তাসকিনের সময়টা বেশ ভালো যাচ্ছে। টাইগারদের গত কয়েকটা সিরিজে সাফল্য পাওয়ার পেছনে তার অবদান কোন অংশেই কম না। টেস্ট, টি-টোয়েন্টি কিংবা ওডিআই সব জায়গায়ই তাসকিন সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাসকিনের পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত ৫৯ ওয়ানডে থেকে ৮১ উইকেট নেওয়া তাসকিন তার স্বভাবজাত বল করলে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের বিপক্ষে। পাওয়ারপ্লে’তে নতুন বলে তাসকিন যদি দ্রুত উইকেট তুলে নিতে পারেন তবে শুরুতেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেওয়ার সুযোগ থাকবে টাইগারদের।

 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেখানে একজন টাইগারভক্ত হিসেবে আপনি আশা দেখতেই পারেন। তাসকিন আর শরীফুলের বোলিং নৈপুণ্যেই তাসের ঘরের মত ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। এছাড়া সিরিজের ২য় ওয়ানডেতে টাইগারদের বড় হারের কারণও হতে পারে তাসকিনকে একাদশে না পাওয়া। আফগান দুই ওপেনার ২৫৬ রানের বড় ওপেনিং পার্টনারশিপ গড়েছেন অন্য কোন বোলার ব্রেকথ্রু দিতে না পারায়। এছাড়া প্রথম এবং তৃতীয় দুই ওয়ানডেতেই একাদশে থাকা তাসকিন শুরুতে উইকেট তুলে নিয়েছেন।

এশিয়া কাপের প্রথম পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাসকিন যদি জ্বলে উঠতে পারেন এবং নিজের ফর্ম ধরে রাখতে পারেন তাহলে হয়তো এই দুটো ম্যাচে বাংলাদেশ জয়ের স্বাদ পেতে পারে। আর যদি বাংলাদেশ এই দুটো ম্যাচে জয় তুলে নেয় সেক্ষেত্রে সুপার ফোরে সহজেই জায়গা করে নিতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে টি-১০ লীগ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছেন বাংলাদেশী স্পিডস্টার তাসকিন। টি-১০ লীগ খেলে সরাসরি এসে জাতীয় দলের সাথে যোগ দিবেন তিনি।

 

 

 

 

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »