নিউজ ডেস্ক »
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে খুব একটা আশা দেখছেন না বাংলাদেশী সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য। স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানকেই ফেভারিট মানছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় সাবেক পেসার তাপস বৈশ্য আসন্ন এশিয়া কাপ নিয়ে নিজের প্রেডিকশন জানান। তিনি বলেন, ‘আমরা যতই আবেগ দিয়ে কথা বলি না কেন এশিয়া কাপে বাংলাদেশ ওতটাও কঠিন দল না। আমরা ওয়ানডে ফরম্যাটটা বেশি ভালো খেলি সেটা ঠিক আছে কিন্তু সেটা মিরপুরের বাইরে না। মিরপুরের সহজাত উইকেট শ্রীলঙ্কায় হবে না। এখানে প্রায় প্রতি ম্যাচেই ২৮০-৩০০ রান হবে। এমনকি কোন ম্যাচে ৩৫০ রানও হতে পারে। বাংলাদেশের এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। বাংলাদেশের ছয়, সাত ও আট নম্বর পজিশনের ব্যাটাররা ওতটাও ভরসা করার মত না। ১ থেকে ৫ অর্থাৎ মুশফিক পর্যন্ত আউট হয়ে গেলে বাকিদের ম্যাচ বের করে আনা কষ্টসাধ্য ব্যাপার হবে। লোয়ার অর্ডার ব্যাটাররা সেভাবে ব্যাট করতে পারে না। শেষের ২-৩ উইকেটে ১৫ রান প্রয়োজন হলেও সেটা তুলতে পারবে কিনা আমি সন্দিহান। তাছাড়া শ্রীলঙ্কাতে সদ্য সমাপ্ত হওয়া লঙ্কা প্রিমিয়ার লীগ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ভালো করতে সাহায্য করবে।’
এছাড়াও তাপসের মতে পাকিস্তান তাদের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের কারণে অন্য দলগুলোর চেয়ে অনেকটাই এগিয়ে আছে। এমনকি ভারতকেও খুব আহামরি দল হিসেবে ভাবছেন না বাংলার এই সাবেক পেসার। তিনি বলেন, ‘ভারতও আহামরি কোন দল নয়। তাদের ব্যাটিং লাইনআপটা যথেষ্ট ভালো হলেও বোলিং ওতটাও ভালো না। বোলিংয়ের কারণে ভারতকে অনেক ম্যাচ হারতে হয়েছে। এশিয়া কাপে আমি শ্রীলঙ্কা ও পাকিস্তানকেই ফেভারিট হিসেবে রাখবো। এবং আমার প্রেডিকশন হলো এই দুটো দল ফাইনাল খেলবে।’