এশিয়া কাপের প্রাথমিক দলে রিয়াদ

দুর্জয় দাশ গুপ্ত »

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আর এই ক্যাম্পের জন্য প্রাথমিক দলে জায়গা হচ্ছে রিয়াদের। কেন্দ্রীয় চুক্তিতে থাকা সকল ক্রিকেটারই থাকছেন প্রাথমিক স্কোয়াডে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে আছে। কেন্দ্রীয় চুক্তির সবাই কন্ডিশনিং ক্যাম্পে থাকবে। কারণ, এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প।’

প্রাথমিক দলে রিয়াদের জায়গা হলেও এশিয়া কাপের মূল স্কোয়াডে রিয়াদের জায়গা হবে কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মূল স্কোয়াডে জায়গা পেতে হলে রিয়াদকে অনেক বেগ পেতে হবে। বিশেষ করে এতদিন ধরে মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ দিয়ে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেন তবেই ভাগ্য তার পক্ষে কথা বলবে।

এশিয়া কাপের এই ক্যাম্পে মূলত ক্রিকেটারদের ফিটনেসে গুরুত্ব দেওয়া হবে। যদি রিয়াদ আবারো নিজেকে প্রমাণ করতে পারেন তাহলেই হয়তো জাতীয় দলের দরজা খুলবে তার জন্য।

এদিকে লম্বা বিরতির পর অনুশীলনে ফিরেছেন তিনি। মিরপুরের একাডেমী মাঠে নিয়মিত অনুশীলন করতে দেখা যাচ্ছে তাকে। এছাড়া জীমেও ঘাম জড়াচ্ছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »