দুর্জয় দাশ গুপ্ত »
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ৩২ জনের প্রাথমিক দল নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত এশিয়া কাপের ক্যাম্পের জন্যই ৩২ জনকে ডাকা হয়েছে। তাদেরকে নিয়ে করা হবে ফিটনেস ট্রেনিং। ৩২ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। জায়গা হয়নি এনামুল হক বিজয় ও সাইফউদ্দিনের। নতুনদের মধ্যে আছেন জাকির হাসান, তানজিদ তামিম, তানজিম সাকিবও।
বিসিবির প্রধান নির্বাচক দুদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন এশিয়া কাপের জন্য কয়েকদিনের মধ্যে ২০-২২ জনের একটা স্কোয়াড ঘোষণা করবেন। তবে তার আগে ফিটনেস ট্রেনিংয়ের জন্য ৩২ জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বিসিবি।
প্রাথমিক তালিকায় ডাক পাওয়া ক্রিকেটারদের আগামীকাল মেডিকেল টেস্ট হবে। এরপর ৩ তারিখ থেকে শুরু হবে ফিটনেস ট্রেনিং। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়া ক্রিকেটারদের এশিয়া কাপের জন্য বিবেচনায় রাখা হবে।
শুরুর দিকে এশিয়া কাপের ক্যাম্পে থাকছেন না তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয় এর মত ক্রিকেটাররা। তবে ক্যাম্প শেষ হওয়ার আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের ৭ নম্বর পজিশনে কে সুযোগ পাবেন সেটা নিয়ে চলছে আলোচনা – সমালোচনা। তবে বিসিবির কাছে বেশ কিছু অপশন থাকায় এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কাকে বিবেচনায় আনবে তারা। মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকতরা ৩২ জনের প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা পাবেন কিনা সেটা এখনো জানা যায়নি।