এশিয়া কাপের আগে বিশ্বকাপের দল ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপ শুরু হতে তিন সপ্তাহের বেশি সময় বাকি আছে। অন্যদিকে বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি আছে। বড় এই দুই টুর্নামেন্টের সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত দল চূড়ান্ত করতে পারেনি। অধিনায়ক কে হবেন সেটাই এখন চূড়ান্ত হয়নি।

ধারণা করা হচ্ছিল, এশিয়া কাপের পারফর্ম্যান্স বিবেচনা করেই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর আইসিসি বিশ্বকাপের জন্য প্রাথমকি দল ঘোষণার সময় বেধে দিয়েছে ২৯ আগস্ট। অর্থাৎ এশিয়া কাপ শুরু আগেই বিশ্বকাপে দল ঘোষণা করতে হবে। তাই এশিয়া কাপের পারফরম্যান্স মূল্যায়নের কোনো সুযোগ নেই।

তবে এই প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখে দিয়েছে আইসিসি। আগামী ২৭ সেপ্টেম্বরের আগ পর্যন্ত দলে যেকোনো সময় পরিবর্তন আনতে পারবে বোর্ড। আর ২৮ সেপ্টেম্বর থেকে দলে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন নিতে হবে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »