এলিমিনেটরে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

দুর্জয় দাশ গুপ্ত »

দেখতে দেখতে বঙ্গবন্ধু বিপিএল এসে পৌঁছেছে একদম শেষ পর্বে। আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লে-অফ রাউন্ড। নিয়ম অনুসারে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দু’দল প্রথমে মুখোমুখি হয় এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচ যেকোনো এক দল হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আবার যারা জয় পাবে তারা খেলবে দিনের ২য় ম্যাচে কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের বিপক্ষে।

মিরপুরের হোম অব ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দু’দলই রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে। তবে এখন যেহেতু বাঁচা-মরার লড়াই তাই কেউই কাউকে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে গত ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন ঢাকার দলপতি মাশরাফি মর্তুজা। বাম হাতে মোট ১৪ টি সেলাই নিতে হয়েছে তার। তবুও এই ম্যাচে খেলছেন তিনি।

এলিমিনেটর ম্যাচে টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দু’দলের একাদশঃ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ক্রিস গেইল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ (অধি), ওয়ালটন, নুরুল হাসান (উইকেটরক্ষক), গুনারাত্নে, জিয়াউর রহমান, রিয়াদ এমরিট, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান রানা।

ঢাকা প্লাটুনঃ তামিম ইকবাল, মুমিনুল হক, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদী হাসান, জাকের আলী অনিক, লুইস রিচ, থিসারা পেরেরা, আসিফ আলী, শাদাব খান, মাশরাফি মর্তুজা (অধি), হাসান মাহমুদ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »