এলপিএলে খেলবেন দুই ভারতীয় ক্রিকেটার

নিউজ ডেস্ক »

শ্রীলঙ্কার ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে দেখা যাবে দুই ভারতীয় ক্রিকেটারকে। এই দুই ভারতীয় ক্রিকেটার জাতীয় দল থেকে বেশ আগে থেকেই অবসরপ্রাপ্ত। অবসর নিয়েছেন ভারতের ঘরোয়া লিগ থেকেও।

ভারতের এই দুই ক্রিকেটার হলেন মুনাফ প্যাটেল ও প্রবীন  কুমার। তারা তাদের নাম এলপিএলের ড্রাফট লিস্টে দিয়েছেন। শ্রীলঙ্কান ও ভারতীয় গণমাধ্যেমের দেয়া তথ্য অনুযায়ী তারা এলপিএল খেলা আগেই নিশ্চিত ছিলো। পরে অনীল মোহরের কথায় সেটি আরও নিশ্চিত হওয়া যায়।

তার কথা অনুযায়ী মুনাফ আর প্রবীন ড্রাফটে নিজেদের নাম দিয়েছেন। কিন্তু এখনো নিশ্চিত নন তারা কোন দলে খেলবেন। ড্রাফটের পরেই তা যানা যাবে।

এর পাশাপাশি ভারতীয় আরেক ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানও এলপিএল খেলার কথা জনিয়েছিলো। পরে আইপিএলে ধারাভাষ্য দেয়ার জন্য নাম প্রত্যাহার করে নেন। পরে আবার হয়তো নিজের নাম দিতে পারেন কেননা এলপিএল নতুন সূচি অনুযায়ী আইপিএলের পরেই হবে।

এইদিকে এই টুর্নামেন্টের ড্রাফটে দেখা যেতে পারে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।  ভারতীয় ক্রিকেটাররা সাধারণত বিদেশি লিগ খেলতে পারেন না। কিন্তু তারা সব ধরণের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেয়ায় এই লিগ গুলো খেলতে কোনো বাধা নেই।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »