এমসিসির ঐতিহ্যবাহী ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া সাকিবের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাকিবের আক্ষেপের পাল্লা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনসহ সাকিবের অংসখ্য ভক্তরা। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন বাংলাদেশের পোস্টারবয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞায় সাকিবকে হারাতে হচ্ছে ক্রিকেটের সব কিছু আর বাংলাদেশকে হারাতে হচ্ছে নিজেদের সেরা ক্রিকেটারকে। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট কোথায়ও বিচরন করতে পারবেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের হারানোর গল্পের পাতায় যোগ হচ্ছে আরও একটি ম্যাচের গল্প।

আগামী এক বছর একজন সাকিব আল হাসানের সার্ভিস মিস করবে বাংলাদেশ দল। ক্রিকেটের সব জায়গা ভোগাবে বাংলাদেশকে। আগামী এক বছরে ৩৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৩৬ ম্যাচের প্রত্যেকটি ম্যাচ মিস করবেন তিনি। আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে মাঠে ফেরা হচ্ছে না সাকিবের। শুধু জাতীয় দলের সিরিজই নয় মিস করবেন সব ধরনের ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টেও মিস করবেন তিনি। আগামী এক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) , বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) , পাকিস্তান সুপার লিগ (পিএসএল) , ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) সহ আরও বেশ কয়টি ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট মিস করবেন।

তবে সব থেকে আক্ষেপ থেকে যাবে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর হয়ে ঐতিহ্যবাহী ম্যাচ খেলতে না পারার। ১৯৭০ সাল থেকে প্রচলিত ইংল্যান্ডের কাউন্টির চ্যাম্পিয়ন দলের সাথে একটি প্রীতি ম্যাচের আয়োজন করে এমসিসি। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয় এসেক্স। এমসিসির সদস্য হওয়ায় প্রথম বাংলাদেশি হিসেবে সে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিলেন তিনি। তবে আইসিসির নিষেধাজ্ঞার কারনে এমসিসি থেকে পদত্যাগ করায় বঞ্চিত হলেন সে ম্যাচ খেলা থেকে।

আগামী বছরের ২৪-২৭ মার্চে শ্রীলঙ্কার গলে কুমার সাঙ্গাকারার নেতৃত্বে এসেক্সের বিপক্ষে খেলবে এমসিসি। সুযোগ ছিলো সাকিবেরও তবে নিষেধাজ্ঞায় বিনষ্ট করেছেন এমন সুযোগ। এমন ঐতিহ্যবাহী ম্যাচে অংশ নিতে না পারার আক্ষেপটা হয়তো সাকিবকেও পোড়াবে, হয়তো পুরো বাংলাদেশকেও পোড়াবে এমন ম্যাচে বাংলাদেশের প্রতিনিধি না থাকায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »