এমসিসির আজীবন সম্মাননা পেলেন ডি ভিলিয়ার্স

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির আজীবন সম্মাননা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কাউন্টি দল মিডল সেক্সের হয়ে টি-২০ ব্লাস্টে ৫ ম্যাচে তিনটি ফিফটি হাঁকানোর পরই মূলত তাকে আজীবন সম্মাননা দিয়েছে এমসিসি।

টি-২০ ব্লাস্টে কাউন্টি দল মিডলসেক্সের হোমগ্রাউন্ড হিসেবে পরিচিত হচ্ছে লর্ডস। ফলে লর্ডসেরও সম্মাননাটা যে একই সূত্রে গাঁথা তা আর বুঝতে বাকি থাকে না। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের সদস্য হয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভিলিয়ার্স।

তিনি বলেন, ‘বিশ্বের সেরা মাঠ লর্ডস। লর্ডসের সদস্য হতে পারা কতটা সম্মানের সেটা সবাই জানে। আমার ক্রিকেট ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেও কাজ করবে মাঠ এবং মাঠের বাইরে। এখানে পুনরায় ঘুরেফিরে আসাটা সত্যিই আনন্দের। সদস্য হতে পেরে বারবার ফিরে আসার কারন তৈরি হল।’

সারা বিশ্বে ক্রিকেটের নিয়ম কানুন তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এমসিসি। তাই এটার সদস্য হতে পারা সত্যিই ভিন্ন কিছু ক্রিকেটারদের জন্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »