মারুফ ইসলাম ইফতি »
মহাখালী প্রিমিয়ার লিগ (এমপিএল) এর তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে বুধবার। মহাখালীর আমতলী মাঠে আসরের ১৯,২০ ও ২১ তম ম্যাচে জয় পেয়েছে আছলাম এন্ড সন্স, ই.এম ভিক্টোরিয়ান্স ও এস.এস ফাইটারস।
দীবারাত্রী এই টুর্নামেন্টে আসরের ৮ম দিনে আমতলী মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ই.এম ভিক্টোরিয়ান্স ও এ-বয়েজ। দিনের প্রথম ম্যাচে এ-বয়েজ’কে ১৩ রানে পরাজিত করে ই.এম ভিক্টোরিয়ান্স।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রানের পুঁজি গড়ে ই.এম ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে সোহাগের ব্যাট থেকে। এ-বয়েজের হয়ে বল হাতে ১৭ রান খরচায় ১ উইকেট শিকার করেন দুলাল।
১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৮৯ রান তুলতে সক্ষম হয় এ-বয়েজের ব্যাটসম্যানরা। ফলে ১৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় এ-বয়েজ বাহিনীকে। এ-বয়েজের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান আসে সোহাগের ব্যাট থেকে। ভিক্টোরিয়ান্সের হয়ে বল হাতে ৩ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় মুল্যবান ৩ উইকেট নিয়ে ম্যাচের ব্যবধান গড়ে দেন অভি। দারুণ অলরাউন্ডিং পারফরম্যান্সে বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৮ রান নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার অভি।
দিনের দ্বিতীয় ম্যাচে একই মাঠে মুখোমুখি হয়েছে প্লেয়ার ইউনিট বনাম আছলাম এন্ড সন্স। চরম উত্তেজনাপূর্ণ উক্ত ম্যাচে সুপার ওভারে আছলাম এন্ড সন্স বাহিনীর কাছে হেরেছে প্লেয়ার ইউনিট।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৭ রানের পুঁজি পায় আছলাম এন্ড সন্স। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান আসে রিটুর ব্যাট থেকে। প্লেয়ার ইউনিটের হয়ে বিধ্বংসী বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন নোমান।
৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রতিপক্ষের সমপরিমাণ ৬৭ রান তুলতে সক্ষম হয় প্লেয়ার ইউনিট। যার ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ টাই হয়। ফলে ফলাফল নির্ধারণ করতে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে আগে ব্যাট করে প্লেয়ার ইউনিটের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪ রান। ৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আছলাম এন্ড সন্স। ব্যাট হাতে ২০ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স এর জন্য ম্যাচসেরা নির্বাচিত হোন নোমান।
ফ্লাইড লাইটের আলোয় দিনের ৩য় ও শেষ ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছে এসএস ফাইটার ও এস.আই.পি মন্ডল স্পোর্টিং ক্লাব। উক্ত ম্যাচে এসএস ফাইটারের কাছে ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ হেরেছে এস.আই.পি মন্ডল স্পোর্টিং ক্লাব।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৭ রানের স্বল্প পুঁজি পায় এস.আই.পি মন্ডল স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান আসে নুর মোহাম্মদের ব্যাট থেকে। ফাইটারের হয়ে বল হাতে সোহেলের শিকার ৩ উইকেট।
৪৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এসএস ফাইটার। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান আসে পিয়াসের ব্যাট থেকে। মন্ডল স্পোর্টিং ক্লাবের হয়ে বল হাতে রাসেলের শিকার ২ উইকেট। ৩ ওভারে ৯ রান খরচায় মুল্যবান ৩ উইকেট লুপে নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সোহেল।
উল্লেখ্য, জাঁকজমকপূর্ন মহাখালী প্রিমিয়ার লিগ এমপিএলের মিডিয়া পার্টনার হয়ে টুর্নামেন্ট এর সাথে যুক্ত আছে নিউজক্রিকেট টুয়েন্টিফোর।
নিউজক্রিকেট/ ইফতি