নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান সাকিব আল হাসান। মূলত শারীরিক এবং মানসিকভাবে নিজেকে যথেষ্ট ফিট মনে না হওয়ায় এমন সিদ্ধান্ত মনে এসেছে তার। তবে বিরতির পর আবারও ক্রিকেটে ফিরতে চান এই অলরাউন্ডার।
গণমাধ্যমকে সাকিব বলেন,”দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয় যে, আমি মানসিক এবং শারীরিকভাবে যে অবস্থার মধ্যে আছি, তাতে আমার মনে হয় না আমার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সম্ভব। তাই আমার মনে হয় যে, যদি আমি একটা বিরতি পায় তাহলে আবার সেই আগ্রহটা ফিরে পাবো।”