এবি টি-২০ বিশ্বকাপ খেলার ব্যাপারে কথা বলছেন, নিশ্চিত করলেন ফাফ ডু

সাজিদা জেসমিন »

এবি টি-২০ বিশ্বকাপ খেলার ব্যাপারে কথা বলছেন – নিশ্চিত করলেন ফাফ ডু প্লে সিস

অধিনায়ক ফাফ ডু প্লেসিস নিশ্চিত করেছেন, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই অবসর থেকে বেরিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের মূল ব্যক্তিত্বদের সাথে এবি ডি ভিলিয়ার্স আলোচনা করছেন । নতুন প্রধান কোচ মার্ক বাউচার আসার পরপরই বলেছেন যে তিনি ডি ভিলিয়ার্সের সাথে এই ইভেন্টে খেলার ব্যাপারে খোলাখুলিভাবে আলোচনা করবেন, ডু প্লেসিস বলেন যে বেশ কয়েক মাস ধরে এই বিষয়ে কথোপকথন চলছে।

গত সোমবার রাতে মজানসি সুপার লীগ ফাইনাল ম্যাচের পর ডু প্লেসিস বলেন, ‘লোকজন চায় এবি খেলুক এবং আমিও এর ব্যতিক্রম নই।’ এরপর এই আলোচনা প্রসঙ্গে বোর্ডের মতামত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ-ই ব্যাপারে দুই/তিন মাস যাবৎ কথা চলছে। কিভাবে হবে,কেমন হবে,এবং কোথা থেকে শুরু হবে।’

এবি গতবছর মে মাসে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করে অবসরে যান, যে অভিযোগ তিনি পূর্ব থেকেই করে আসছিলেন। যদিও বা শোনা যায়, তিনি ২০১৯ বিশ্বকাপের প্রাক্কালে নিজেকে সিলেকশনের জন্য উপযুক্ত করে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু দক্ষিণ আফ্রিকা’র নির্বাচকগণ মনে করেন এবি সিদ্ধান্ত নিতে খুব দেরী করে ফেলেছে। তবে বর্তমানে এবি কে কিছু টি-২০ এবং আগামী ২০২০ বিশ্বকাপ খেলানোর জন্য উপযুক্ত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

ফাফ ডু প্লেসিস বলেন, ‘গত সপ্তাহে অন্ধকার সময় কেটেছে, এমন মুহূর্তে এটি এক টুকরো আশার আলো হয়ে এসেছিলো,এবং এটি নিসন্দেহে ভালো একটি ব্যাপার। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ড্রেসিং রুমে এবং সমর্থকদের দলকে সমর্থন যোগাতে সহায়তা করবে।’

আগামী বছরের শুরুর দিকে প্রোটিয়াদের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ রয়েছে। এবি হয়তোবা সেখানকার সবগুলো ম্যাচে খেলবেন নাহ। যেহেতু তিনি আইপিএলেও সংযুক্ত আছেন। অতএব বোঝা যাচ্ছে টি-২০ বিশ্বকাপের পূর্বে এদিকে সুযোগ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনার জন্য অনেকটা সময় পাওয়া যাবে। এবি বর্তমানে এমএসএল এর থার্ড হাইয়েস্ট স্কোরার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »