এবার হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে বিশ্বকাপে নিতে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক »

বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। অথচ দুই মাস আগেও তামিম ছিলেন এই দলটার অধিনায়ক। বিশ্বকাপে দলে তামিমের না থাকা নিয়ে সারা দেশে বইছে সমালোচনার হাওয়া। এবার বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠান সু্প্রীম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। মঙ্গলবার সারা দিন ব্যাপী নাটকীয়তার পর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। তামিম ইকবালকে পুরোপুরি ফিট না থাকার কারণ দেখিয়ে তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি। বিসিবির নির্বাচক মণ্ডলী তামিমের ফিটনেস ইস্যুটাকেই মিডিয়ার সামনে তুলে ধরেছেন।

এদিকে বিশ্বকাপ দলে কেন নেই তামিম, কি ঘটেছে তার সাথে বিগত কয়েকদিনে সেসব জানাতেই বিকেলে একটি ভিডিও বার্তা দিবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন তামিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »