https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট মাঠে লড়াই যতটা আলোচিত তার চেয়ে বেশি আলোচিত রাজনীতিতে। প্রতিবেশি দেশ দুটির এই রানৈতিক বৈরিতার প্রভাব এড়াতে পারেন না ক্রিকেটাররাও ফলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই যেন বাড়তি রসদের জোগাড়।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৭ বার। যেখানে প্রতিবারই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে একপেশে জয় তুলে নেয়ার পর পাকিস্তান দল দুয়ো শোনার পাশাপাশি প্রশংসায় ভেসেছে ভারতীয় ক্রিকেট দল।
সেই স্রোতে গা ভাসিয়ে মুমতাজ খান নামের এক ভারতীয় নারী সাংবাদিক নিজ দেশকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘দারুণ জয় ও অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেয়ার জন্য ধন্যবাদ ভারতীয় দলকে। একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করছি। এবার বিশ্বকাপের ট্রফিটা ঘরে আনুন।’
এই নারী সাংবাদিকের এই টুইটের প্রত্তোত্তরে পাকিস্তান দলের পেসার হাসান আলি রিপ্লাই দেন, ‘আপনার দোয়া কবুল হোক। অভিনন্দন!’
মুহূর্তেই এই ঘটনার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পাকিস্তানি ক্রিকেট ভক্তরা তুখোড় সমালোচনায় মাতেন হাসান আলির। এরই মধ্যে এক ক্রিকেট ভক্ত পাকিস্তানের আদালতে হাসান আলিকে নিষিদ্ধের দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছেন।
তোপের মুখে পরে টুইট ডিলিট করেন হাসান আলি। কিন্তু স্ক্রিনশটের ফাঁদে পড়তেই হয় তাকে। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা পাকিস্রতান ক্রিকেট বোর্ড সেটা সময়ই বলে দিবে।