স্টাফ রিপোর্টার »
বিপিএলের সিইও নয়,সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হতে চান বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে যেয়ে সাকিব বলেছিলেন, তাকে যদি বিপিএলের সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয় তবে ২ মাসেই সবকিছু ঠিক করে ফেলবেন।
সাকিবের এই মন্তব্যের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল সাকিবকে আগামী বিপিএলে সিইও হিসেবে তাদের সাথে কাজ করার আহবান জানান। তিনি সাকিবকে ধন্যবাদ দিয়েন বলেন, ‘সাকিব চাইলে আগামী বিপিএলেই সিইওর দায়িত্ব দেওয়া হবে।’
তবে মাচরাঙ্গা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব ইচ্ছা প্রকাশ করেন, বিপিএলের সিইও নয়, সরাসরি বিসিবির সভাপতি হওয়ার ইচ্ছা আছে তার। সাকিব বলেন, ‘বিপিএলের সিইও নয়, হতে চাইলে বিসিবির প্রেসিডেন্ট হওয়াই ভালো।’