এবার মাঠেই সতীর্থের গায়ে হাত তুললেন শাহাদাত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গৃহকর্মী নির্যাতনের মামলায় বেশ কয়েক মাস জেল খাটতে হয়েছিল পেসার শাহাদাত হোসেন রাজীবকে। এবার এমনই আরেক অপকর্ম করে বসেছেন তিনি। তবে ভিন্নতা এখানেই, আগেরবার করেছিলেন মাঠের বাইরে আর এবার মাঠেই৷

জাতীয় লিগের গতকাল খুলনা-ঢাকা ম্যাচ চলাকালীন সময়ে শাহাদাত হোসেন রাজীব মাঠেই পিঠিয়েছেন সতীর্থ আরাফাত সানী জুনিয়রকে। ঢাকার এই ফাস্ট বোলার বলের এক পিঠ ঘষে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সানীকে৷ মূলত এই কাজটা ঠিকঠাক ভাবে করতে না পারায়ই তার উপর ক্ষেপেছেন রাজীব এমনটা জানা গেছে৷ এরপর মাঠের সানীকে চড়-থাপ্পর মারতে শুরু করেন। এ বিষয়ে ম্যাচ রেফারি আখতার আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি আমার রিপোর্টে উল্লেখ করেছি। এবার ব্যবস্থা নিবে বোর্ড।’

সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »