এবার বিতর্কের মুখে পড়লো বুমরাহর বোলিং অ্যাকশন!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

ভারতের পেস বোলিং বিভাগের অন্যরম সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। উইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করার পর তার বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হয়েছে এই বিতর্ক।

ভারত জাতীয় দলে বুমরাহর আগমন প্রায় ৩ বছর হল। খালি চোখে দেখলে অনেকেই হয়তো ভেবে বসবেন বুমরাহর কনুই বাকা হচ্ছে ১৫ ডিগ্রির বেশি। কন্তু বাস্তবতা হল এখন পর্যন্ত বুমরাহ যতুগোলো ম্যাচ খেলেছেন কোনো আম্প্যারই এই ব্যাপারে অভিযোগ জানান নি। অভিযোগ না পেলে অবশ্য আইসিসিও নিতে পারছে না কোনো পদক্ষেপ।

ক্যারিবিয়ানদের বিপক্ষে বুমরাহর হ্যাটট্রিকের ওই ওভারের পরই সমালোচকরা মেতেছেন তার সমালোচনায়। যদিও আম্পয়াররা অভিযোগ না জানানোয় এখনও পরিষ্কারভাবে কেউই কিছু বলছেন না। তবে বুমরাহকে নিয়ে যারা সমালোচনা করছেন তাদেরকে জবাবটা ঠিকই দিয়েছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ ও সুনিল গাভাস্কার।

বিশপের মতে বুমরাহর যে বোলিং অ্যাকশন এতে নেই কোনো সমস্যা। শুধু তাই নয় এটাকে অতি সূক্ষ্ণ বলেও আখ্যা দেন তিনি। বিশপের ভাষ্য, ‘কিছু মানুষ কীভাবে বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলতে পারে সেটা আমার বিশ্বাস হয় না। খেলার নিয়মের মধ্যেই অয়েছে তার অ্যাকশন। এটি আসলে নিখুঁত। আমাদের সবারই উচিত আয়নায় নিজেকে দেখা।’

এদিকে বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে স্বদেশী গাভাস্কার বলেন, ‘খুব কাছ থেকে দেখলে দেখা যায় সে কয়েক পা এগিয়ে গিয়ে ছন্দ তোলে এবং হাত সোজা রেখে শেষ পর্যন্ত বল ছাড়ে। আমাকে বলুন তার হাত কোথায় বাঁকা হচ্ছে? সম্পূর্ণ ঠিক আছে এটা। আসলে কিছু মানুষের কাজই হল বিরক্তিকর কথা বলা।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »