সাকিব শাওন »
পাকিস্তানের ঘোরোয়া টি-২০ (পিএসএল) খেলা চলছে এখন। মাঠে দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো কিন্তু এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান জানিয়েছেন কাল থেকে মাঠের ক্রিকেটের টিকিট বন্ধ থাকবে। ক্রিকেট মাঠ থাকবে ফাঁকা। দর্শক শূণ্য ভাবে খেলা হবে মাঠে। যাঁরা আগে থেকে টিকিট সংগ্রহ করেছে তাঁদের টাকা ফেরত দেওয়া হবে যথাযথভাবে।
মূলত এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে সারা বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের জন্য পিসিবি ও দেশটির ক্রীড়ামন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই টূর্ণামেন্টের বাকি ম্যাচগুলো দর্শকশূন্য অবস্থায় অনুষ্ঠিত হবে। যাতে করে মাঠে খেলার জন্য অতিরিক্ত দর্শক আসার পর এই ভাইরাস ছড়িয়ে যেতে না পারে সেইজন্যই এই সিধান্ত পিসিবির।
শুধু এশিয়া নয় এর পাশাপাশি ইউরোপের ও সব ম্যাচ স্থগিত করা হয়েছে। ফুটবলে লা-লিগা ২ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে লা-লিগা কতৃপক্ষ। এছাড়া ইতালিতে রেড এ্যালার্ট জারি করেছে সব ধরণের খেলা বাতিল ঘোষণা।