https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ট্রেন্ট ব্রিজে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ১৮তম ম্যাচে ভারতের মুখোমুখি হবার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে আবহাওয়া প্রতিকূলে থাকায় বল তো দূরে থাক মুদ্রা নিক্ষেপের কাজটা পর্যন্ত করা যায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে।
আজকের ম্যাচ সহ এবারের আসরে প্রথম পর্বের নয়টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড খেলে ফেলেছে ৪টি ম্যাচ। যেখানে তিন ম্যাচের সব কয়টিতে জয় তুলে নেয়ায় ৭ পয়েন্ট নিয়ে কিউইরা অবস্থান করছে টেবিলের শীর্ষে। গতবারের রানার্সআপরা এবারও ব্যাট-বল হাতে বেশ দাপটের সাথেই খেলে যাচ্ছে সবগুলো ম্যাচে।
অন্যদিকে আরেক হট ফেভারিত ভারত আজকের ম্যাচ সহ মোট খেলেছে ৩টি ম্যাচ। আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে তাদের মোট পয়েন্ট দাঁড়ালো ৫। টেবিলে তাদের অবস্থান এখন তিন নম্বরে।
উল্লেখ্য, আজকের ম্যাচ সহ এবারের বিশ্বকাপে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে চারে। এর আগে কোনো বিশ্বকাপে এত ম্যাচ পরিত্যক্ত হয়নি।