এবার ধর্মঘটের আশঙ্কা প্রোটিয়া ক্রিকেটারদের

কেএম আবু হুরায়রা »

বেশ কিছুদিন ধরেই উত্তাল ক্রিকেট পাড়া। নিজেদের দাবি এবং পাইপলাইন শক্তিশালী করতে প্রায়ই বিভিন্ন বোর্ডের সাথে আলোচনায় বসেছে ক্রিকেটাররা। আর সেটাকে না মেনে নিলে ব্যাট প্যাড তুলে রাখেন ক্রিকেটাররা।

সম্প্রতি প্রোটিয়া ক্রিকেটারদের ধর্মঘটের টের পাওয়া যাচ্ছে বেশ ভালোভাবেই। এ বিষয়ে ক্রিকেটারদের সাথে বসে আলোচনা করবে বলে জানিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সাকা)। আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন সাকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা টনি আইরিশ।

টনি আইরিশ জানান, ‘আমরা শীঘ্রই বসতে যাচ্ছি৷ বোর্ডের কর্মকর্তারাও থাকবেন। আগামী শুক্রবার দু’পক্ষকে নিয়ে বসতে চেয়েছি।’

ক্রিকেটারদের দাবিগুলো পরিস্কার ভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে ঘরোয়া ক্রিকেট এবং রুট পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনাসহ নানান দাবি-দাওয়া নিয়ে বসবেন তারা।

তবে দাবি যাই হোক সঠিক সিদ্ধান্তই নিবেন ক্রিকেটাররা এমনটিই মনে করেন সাউথ আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সাকা) এর প্রধান নির্বাহী কর্মকর্তা টনি আইরিশ। আইরিশের মতে, ‘আশাকরি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা সঠিক পথেই যাবে। কারন, ১৭ বছর ধরে ক্রিকেটার এবং বোর্ডের সাথে সমন্বয় রেখেই কাজ করে যাচ্ছি৷’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »