https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
প্রায় আড়াই বছর ধরে পাকিস্তান দলের হেড কোচের দায়িত্বে ছিলেন মিকি আর্থার। যেখানে সাফল্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তবে বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারনে তার সাথে চুক্তি নবায়ন করেনি পিসিবি।
পাকিস্তান দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে আরথারকে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বিশ্বকাপ চলাকালেই। সেই গুঞ্জন এবার সত্যি হল। শুধু আর্থারই নয় সাথে আরও তিন কোচিং স্টাফকে বরখাস্ত করা হয়েছে। পাকিস্তানের বোলিং কোচ আজাহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার সহ চাকরিচ্যুত হয়েছে ট্রেইনার গ্রান্ট লুডেন।
বিশ্বকাপের পর পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা থেকেই এমন কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোচদের ছাটাই করা প্রসঙ্গে পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেন, ‘মিকি আর্থার, গ্রান্ট লুডে, আজাহার মাহমুদ ও গ্র্যান্ট ফ্লাওয়ারকে কঠোর পরিশ্রমের জন্য পিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতের জন্য তাদের প্রতি শুভ কামনা রইল। ভক্ত সমর্থকদের প্রতি পিসিবি সর্বদাই দায়বদ্ধ। পাকিস্তানের ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে উত্তম আমরা সেটাই করবো।’