এবার করোনায় আক্রান্ত মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনেআরা সিরাজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ আজ (সোমবার) সকালে উনার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুন মোমেন।

তিনি নড়াইলে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে উনার অবস্থা তেমন গুরুতর নয়। ডাক্তার বলছেন, বাসায় থেকেই চিকিৎসা চালিয়ে যেতে। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন ঐ সিভিল সার্জন।

এখন পর্যন্ত নড়াইলে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে ৬১ জনের। এর মধ্যে রয়েছেন ৮ জন ডাক্তার এবং ১৪ জন পুলিশ। তাছাড়া করোনায় মারা গেছেন ২ জন।

মাশরাফি বিন মর্তুজার যোগ্য নেতৃত্বে এবং প্রশাসনের কঠোর পরিশ্রমে জেলাটিতে করোনা ভাইরাসের সংক্রমণ খুব একটা লক্ষনীয় নয়। মাশরাফির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে নমুনা সংগ্রহের জন্য কাচের তৈরি বুথ। তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে নানারকম উদ্যোগ গ্রহণ করছেন মাশরাফি।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »