এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান অভিজ্ঞ এই ক্রিকেটার। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে।

কিছু দিন আগেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। এরপর থেকেই গুঞ্জন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদও কি একই পথে হাটবেন? অবশেষে সে গুঞ্জনই সত্য হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অবসরের ঘোষনা দিতে মুশফিকের মত রিয়াদও বেছে নিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এক আবেগঘন বার্তায় রিয়াদ লেখেন, ‘সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সব সতীর্থ, কোচ ও বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডে ফরম্যাটে। গত ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচই তাই হয়ে থাকল লাল-সবুজের জার্সিতে রিয়াদের শেষ ম্যাচ।

দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে রিয়াদ ২৩৯ ওয়ানডেতে প্রায় ৩৭ গড়ে করেছেন পাচ হাজার ছয়শ উননব্বই রান। ৩২ ফিফটির সঙ্গে আছে ৪টি সেঞ্চুরি, যার সব কটিই আবার আইসিসি টুর্নামেন্টে। এছাড়াও ৫০ টেস্টে ৫ সেঞ্চুরিসহ নামের পাশে আছে ২৯১৪ রান আর ১৪১ টি টোয়েন্টিতে করছেন ২৪৪৪ রান।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »