নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব, নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে সাথে নিয়েছিলেন ২ উইকেট। তবে ব্যথিত হওয়ার খবর হচ্ছে অভিষেকেই এক তিক্ত অভিজ্ঞতার স্বাদ গ্রহণ করেন তিনি। আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয় তাকে, এমনকি আঙুলে ৩টি সেলাই পড়ে। যাতে করে এতোদিন অনুশীলনে আসতে পারেন নি তিনি। তবে গত দুইদিন আগে তার হাতের সেলাই এবং ব্যান্ডেজ খোলার কারনে পুরোদমে অনুশীলনে ফিরেছেন অভিষেক ম্যাচে আলো ছড়ানো এই লেগ স্পিনার।
চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসর। অনুশীলনের সময় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন বিপ্লব। এ আসরে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ‘আল্লাহ’র রহমতে এখন পুরোপুরি সুস্থ আছি। সত্যি কথা বলতে, এনসিএলের এ মৌসুমে পারফর্ম করতে আমি মুখিয়ে আছি। যদিও এটা ৪ দিনের ম্যাচ। তবে একাদশে সুযোগ পেলে লংগার ভার্সনের ক্রিকেটেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। অনেক সিনিয়ররা থাকবেন এ আসরে। আশা করি তাদের থেকে অনেক কিছুই শিখতে পারবো। সব কিছু ভালোই হবে ইনশাআল্লাহ।’
এবারে জাতীয় লিগে বিপ্লব মাঠ মাতাবেন ঢাকা মেট্রোর হয়ে। ঢাকা মেট্রোর কোচ তালহা জুবায়ের কথা বলেছেন বিপ্লবকে নিয়ে। এ সময় তিনি জানান,‘আশা করি তাকে প্রথম ম্যাচ থেকেই পাবো। এখন দেখার বিষয় হচ্ছে, লেগ স্পিনার হিসেবে বিপ্লব আমাদের চাওয়াটা কতোটুকু পূরণ করতে পারে!’
বয়সভিত্তিক ক্রিকেটের ব্যাটসম্যান জাতীয় দলের লেগ স্পিনার! ঠিক এমনটাই হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের সাথে। বয়সভিত্তিক ক্রিকেটে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচিতি ছড়ালেও, জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেই একজন পরিপূর্ণ লেগ স্পিনার বনে যান তিনি।