এনসিএলে নতুন পয়েন্ট পদ্ধতি প্রকাশ, দেখে নিন কার অবস্থান কোথায়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকালই শেষ হয়েছে এনসিএলের ২১ তম আসরের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ড শেষে নতুন পয়েন্ট পদ্ধতি প্রকাশ করা হয়েছে। প্রথম স্তরের ম্যাচ ৪.০১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন তুষার-রাজ্জাকদের খুলনা আর দ্বিতীয় স্তরে সিলেটকে হারিয়ে ৯.৫ পয়েন্ট নিয়ে সবার উপরে শাহরিয়ার নাফিজের বরিশাল। প্রথম রাউন্ডের চারটি ম্যাচে কেবল মাত্র জয় লাভ করেছে বরিশাল বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট বন্টনের নতুন পদ্ধতি প্রকাশ করা হয় যেখানে কোন শর্তে কোন দল কত পয়েন্ট পাবে তা নির্ধারন করা হয়। সেখানে উল্লেখ করা হয় জয় লাভ করা দল পাবে ৮ পয়েন্ট, ড্র করা প্রতিটি দল পাবে ২ টি করে পয়েন্ট আর হেরে যাওয়া দল পাবে একটি করে পয়েন্ট। নতুন পদ্ধতিতে মূল পয়েন্টের সাথে যোগ করা হবে বোনাস পয়েন্ট। বোনাস পয়েন্টের নিয়মনীতি ও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

নতুন পয়েন্ট পদ্ধতিতে প্রথম ইনিংসে কিছু শর্ত সাপেক্ষে বোনাস পয়েন্টের সুযোগ দেয়া হয়। যেখানে বলা হয় প্রথম ইনিংসে কোন ব্যাটিং দল যদি ১০০ ওভারে ২৫০ এর বেশি রান তোলে তাহলে ২৫০ এর অধিক প্রতিটি রানের জন্য দল গুলো বোনাস হিসেবে পাবে ০.১ পয়েন্ট। আর এই সুযোগটা কাজে লাগায় খুলনা ১০০ ওভারে ৩০১ রান করায় অতিরিক্ত ৫১ রানের জন্য পেয়েছে ০.৫১ পয়েন্ট।

প্রথম ইনিংসে ব্যাটিংদের পাশাপাশি রাখা হয়েছে বোলারদের জন্যেও সুবিধা । প্রথম ইনিংসে কোন দলের বোলাররা যদি ১০০ ওভারের মাঝে ৫ উইকেট নেয় তাহলে তারা পাবে ০.৫ পয়েন্ট, ৭ উইকেট পেলে পাবে ১ পয়েন্ট আর যদি ৯ বা তার অধিক উইকেট পায় তাহলে যোগ হবে ১.৫ পয়েন্ট। যেখানে রংপুরকে ১০০.১ ওভারে অলআউট করে বোনাস পয়েন্ট লুফে নেয়।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিল :

প্রথম স্তর :

দল                   পয়েন্ট

খুলনা ডিভিশন          ৪.০১
ঢাকা ডিভিশন           ৩.৫
রাজশাহী ডিভিশন      ৩.৫
রংপুর ডিভিশন          ২.৫

দ্বিতীয় স্তর:

দল                পয়েন্ট

বরিশাল ডিভিশন         ৯.৫
চট্টগ্রাম ডিভিশন          ৩.০০
ঢাকা মেট্রো                 ২.৯৯
সিলেট ডিভিশন           ১.০০

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »