নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামীকাল শুরু হচ্ছে জাতীয় লীগ (এনসিএল) এর ২১তম আসর। প্রথম দিনেই মাঠে নামছে রংপুর ডিভিশনের বিপক্ষে খুলনা ডিভিশন, ম্যাচ’টি অনুষ্ঠিত হবে খুলনার আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে। খুলনার বোলিং বিভাগের সেরা পেসার মুস্তাফিজের খেলা হচ্ছে না এই ম্যাচে, থাকছেন না মেহেদী মিরাজও।
মুমিনুলের নেতৃত্ব বাংলাদেশের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় চার দিনের দুটি আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলতে যান মিরাজ। এ দলের হয়ে টেস্টে বোলার দের মধ্যে সাফল্য লাভ করেছেন একমাত্র মেহেদী মিরাজ। শ্রীলঙ্কা থেকে ৮ই অক্টোবর মুমিনুল, মিরাজ সহ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে আসেন। টানা বোলিং করার কারণে তাকে প্রথম ম্যাচে বিশ্রামে থাকতে হচ্ছে। তার সাথে ও প্রথম ম্যাচে বিশ্রামে থাকছেন পেসার মুস্তাফিজ।
ফিজিওর নেতৃত্ব মুস্তাফিজ অনুশীলন চালিয়ে যাচ্ছেন। বিসিবির ফিজিওর পরামর্শে কয়েক দিনের বিশ্রামে থাকতে হচ্ছে ফিজকে। তাই পুরোপুরি ফিট না হওয়ায় প্রথম ম্যাচে তাকে ও পাচ্ছে না খুলনা, তার বদলি ভাগ্য খুলতে পারে তরুণ পেসার মোহাম্মদ রনির।
আগামীকাল খেলা রয়েছেঃ-
টায়ার-১
রাজশাহী বনাম ঢাকা
রংপুর বনাম খুলনা
টায়ার-২
বরিশাল বনাম সিলেট
ঢাকা মেট্টো বনাম চট্টগ্রাম