নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফ্র্যাঞ্চাইজি লিগের শুরুটা আইপিএল,আইসিএল দিয়েই শুরু করেছিল ভারত।এরপর থেকে প্রায় প্রতি বছরই বিভিন্ন দেশ শুরু করছে নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যে তালিকায় এবার যুক্ত হয়েছে নেপাল। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ নভেম্বর মাঠে গড়াতে যাচ্ছে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) প্রথম আসর। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের একজন।
ড্রাফটের আগেই সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে লুম্বিনি লায়ন্স। দল পেলেও তার খেলা নির্ভর করছে বিসিবির অনুমতি প্রদানের ওপর। কেননা এনপিএল আসর চলাকালীন দেশের মাটিতে চলবে ঘরোয়া লিগ এনসিএলের টি-২০ সংস্করণ।ফলে বিসিবি থেকে অনাপত্তিপত্র মিললেই কেবল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন এই পেস বোলিং অলরাউন্ডার।
দল নিয়ে হবে এবারের আসর। নেপালের প্রধান আটটি শহর বিরাটনগর, চিতওয়ান, জনকপুর, কর্নালি, কাঠমান্ডু, লুম্বিনি, পোখারা এবং সুদুরপাশিমের আটটি ফ্র্যাঞ্চাইজি প্রথম আসরে অংশ নেবে।