এটা বাংলাদেশ, ইংল্যান্ড অস্ট্রেলিয়া না : শেবাগ

নিউজ ডেস্ক »

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাটা স্বপ্নের মত শুরু হলেও এরপরই রিদম হারিয়ে ফেলেছে টিম টাইগার্স। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা তিন বড় হারে। ব্যাটিং ব্যর্থতার সাথে এবার যোগ হয়েছে বোলিংয়ের সমস্যাও। বোলাররা পারছেন না ব্রেকথ্রু দিতে, বরং হচ্ছেন আরো খরুচে।

পুনেতে ভারতের বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ভারতকে দেয়া ২৫৭ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় রোহিত-কোহলিরা। এবার বাংলাদেশের কড়া সমালোচনা করলেন সাবেক ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত’রও সমালোচনা করেছেন এই ক্রিকেটার।

ক্রিকবাজে ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে যুক্ত হয়ে শেবাগ বলেন, ‘দ্রুত স্পিনার নিয়ে এসেছে, কিন্তু তাতে বাংলাদেশের কোনো লাভ তো হয়নি। তবে এটা হয়েছে, যে প্রথম ১০ ওভারে ভারতীয় দল যে ৮০-৯০ তুলছিল, সেটা কিছুটা কম হয়েছে। তবে স্পিনার নিয়ে আসা হয়েছিল উইকেটের জন্য, সেটা পাওয়ার প্লেতে মেলেনি। উইকেটও তো এমন ছিল না, টার্ন ছিল না। বল থেমে থেমে আসেনি, ব্যাটে আসছিল। আর এটা তো বাংলাদেশই, আমরা কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি। ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’

যদিওবা বাংলাদেশের শুরুটা হয়েছিলো স্বপ্নের মত। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় রানের স্বপ্নটা ভেস্তে যায় বাংলাদেশের। এ ব্যাপারে শেবাগ বলেন, ‘আমাদের অনুমান ছিল বাংলাদেশ ২৬০-২৬৫ রান হবে। সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। এই বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে। তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা না ভাবি।’

দেশের বাইরে বাংলাদেশের খারাপ পারফরম্যান্সেও সমালোচনা করেছেন তিনি। শেবাগ আরো বলেন,  ‘বাংলাদেশের বাইরে গেলে, উইকেটে থেকে সাহায্য না পেলে, তাদের দলের আসল চিত্রটা বেরিয়ে আসে। উইকেটে যদি সাহায্য না থাকে তখন সামর্থ্যের কথা আসে। ওই সামর্থ্যটাই এই দলের নেই। বাংলাদেশের আসলে সুযোগই ছিল না, তারা অপেক্ষা করেছে ৩৫ ওভারের পর কখন ম্যাচটা শেষ হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »