নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের উন্নতির গ্রাফটা ক্রমশ উপরের দিকে উঠছে। দলে বেশ কিছু প্রতিভাবান ব্যাটসম্যান এবং বোলারের সাথে গত কিছু বছরে ফিডিংয়েও উন্নতি করেছে বেশ। সেটি নজর এড়ায়নি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের। বাংলাদেশের ফিল্ডিংকে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং সাইট বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটের সূচনা লগ্ন থেকেই দেখছেন ওয়াসিম আকরাম। এদেশে ঘরোয়া লীগেও খেলেছেন তিনি। বর্তমানে ধারাভাষ্য সূত্রে প্রায়ই আসা হয় বাংলাদেশে। খেলা দেখেন নিয়মিত। গত ১০-১২ বছরে বেশ অনেকটা উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট। তবে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিংয়ের উন্নতিটা আলাদাভাবে নজর কেড়েছে ওয়াসিমের। মঙ্গলবার (১৯’শে মে) তামিম ইকবালের সাথে লাইভে এসে এসব বিষয় জানান ওয়াসিম আকরাম। তিনি বলেন,’ বাংলাদেশের ক্রিকেট গত ১০-১২ বছর যে অভাবনীয় উন্নতি করেছে এটা দেখা আমার জন্য খুব গর্বের। তুমি (তামিম) , সাকিব, মুস্তাফিজ, মুশফিকের মতো খেলোয়াড় উঠে এসেছে, এটা দেখতে ভালো লাগে। এরা (নান্নু-আকরাম খানরা) যখন ছিল তখন ফিল্ডিং ততটা ভালো ছিল না। আর এখন বাংলাদেশ বিশ্বের সেরা ফিল্ডিং সাইডের একটি।’
এছাড়াও এদেশের সাথে বেশ বড়সড় একটা সম্পর্ক রয়েছে ওয়াসিম আকরামের। ঘরোয়া ক্রিকেট এবং ধারাভাষ্য সূত্রে এদেশে এসেছেন বারংবার। এদেশের আতিথেয়তা মুগ্ধ করেছে এই কিংবদন্তিকে। দেশে এলে মাছের ঝোল খেতে ভোলেননা এই ক্রিকেটার৷ ওয়াসিম আকরাম বলেন, ‘আমি আবাহনীতে খেলেছি, ধারাভাষ্য দেওয়ার জন্য অনেকবার এদেশে (বাংলাদেশে) এসেছি। এখানে অনেক বন্ধু আছে। বাংলাদেশে না আসাটা আমি খুব মিস করি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে আছে। মানুষ, খাবার, দেশটাই এবং ক্রিকেট। এখানে সবাই খেলাটা ভালোবাসে। তবে আমি ভাবতে পারিনি, বাংলাদেশে ক্রিকেট এতো বড় ব্যাপার। আমি বাংলাদেশের ঝোল মিস করি। মাছের ঝোল।’
বাংলাদেশ সময়: ৭:০০ এএম
নিউজক্রিকেট/কেএমএইচ