https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ ক্রিকেট দলের সাথে মাশরাফির সম্পর্কটা দেড় যুগেরও বেশি সময় ধরে। টাইগারদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সসফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন এবারই এটা পরিষ্কার। তবে টুর্নামেন্ট চলাকালেই ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারের পর মাশরাফির অবসর নিয়ে শুরু হয় নতুন করে আলোচনা। টাইগার দলপতি এবার নিজের অবসর সম্পর্কে আরও খোলাসা করলেন।
দেশের জাতীয় দৈনিক ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি তার অবসর সম্পর্কে বলেন, ‘আমি সবাইকে একতা পরিষ্কার বার্তা দিতে চাই যে বিশ্বকাপ শেষ হবার পরি আমি এসব নিয়ে ভাববো। আমার দল বিশ্বকাপের ভেতরি কোনোভাবে বিরক্ত হোক সেতা আমি চাই না। তারা মুহূর্তের জন্য আমাকে ভাবুক। বিশ্বকাপের মধ্যেই ভেবে সুন্দরভাবে আমি সিদ্ধান্ত নিব।’
‘যেটা বলেছি যে খেলা চালিয়ে যেতে চাই, যদি বলেন বিশ্বকাপের পরেও। সেটা ঠিক আছে। কিন্রতু অবসরের ঘোষণা বিশ্বকাপের পরে। যদি বলেন পরিষ্কার ধারণা দিতে তাহলে আমি পারব না। কারন আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি।’