এখনই বিকল্প নয়! মমিনুল-তামিমদের আরো সময় দিতে চায় বিসিবি!

মারুফ ইসলাম ইফতি »

সাদা পোশাকে বাইশ গজের সময়টা বড্ড খারাপ যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের।নিজেদের সর্বশেষ ৭ টেস্টে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ, ইনিংস ব্যাবধানে হেরেছে সর্বশেষ তিন ম্যাচও।ভারতের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে আসার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজের প্রথম টেস্টে ব্যর্থতার ষোলকলা পূর্ন করে ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ।ক্রিকেটাররা সব বিভাগেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে মাঠে, যার ফলে দলীয় এমন ফল। দলের হঠাৎ এমন ভরাডুবিতে কি ভাবছে বিসিবি?

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন: এখনই বিকল্প দল সাজানোর ব্যাপারে ভাবছি না।আমরা এদের আরো সময় দিতে চাই।হুট করে তো একটা দলে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা যায় না, তাই ওদের থেকে ফলাফল পেতে আমরা আরো সময় দিচ্ছি ওদের।

তবে দলের এমন ব্যর্থতার জন্য পুরোপুরি ছাড়ও দেওয়া হবে না ক্রিকেটারদের সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই নির্বাচক।এই ব্যাপারে তিনি বলেন: সবার আগে চাই ভাল পারফরম্যান্স।ওদের সব ধরনের সুযোগ সুবিধা ও প্রস্তুতির ব্যবস্থা করা হচ্ছে প্রতিনিয়ত।পারফরম্যান্স ওদের নিজেদের কাছে।এই ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।সামনে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ এরপর আবার পাকিস্তানে সিরিজ।আমরা চাই সবাই পারফর্ম করুক।সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরও ফলাফল এমন হতে থাকলে সেটা তো মানা যায় না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »