ডেস্ক রিপোর্ট »
বয়সটা বেড়েছে তবে ইচ্ছাটা মরে যায় নি। এজন্য অস্ট্রেলিয়ার হয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছা পোষণ করেছেন অলরাউন্ডার ড্যানিয়েল স্ক্রিস্টিয়ান। চলতি বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে দুর্দান্ত সময় পার করার পর এখন জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা করছেন ৩৭ বছরের এই অলরাউন্ডার।
সিডনি সিক্সার্সে এসে এই মৌসুমে ৩৬ গড় ও ১৮৬.৬৬ স্ট্রাইক রেটে রান করেছেন এই অজি অলরাউন্ডার। যা বিগ ব্যাশ ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইকরেট। সেই সঙ্গে বল হাতে তিনি ১৩টি উইকেট তুলে নিয়েছেন।
তাঁর বিশ্বাস ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাঁর জন্য আবারও খুলে যাবে জাতীয় দলের দরজা।
এ প্রসঙ্গে ক্রিস্টিয়ান বলেন,’‘অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। সুযোগ পেলে তা হবে আমার জন্য দারুণ খুশির ব্যাপার। আমার পরিকল্পনায় এখন শুধুই ম্যাচ এবং টুর্নামেন্ট জেতা। আমি বিশ্বাস করি ক্রমাগত দলকে জয় এনে দিতে পারলে জাতীয় দলে খেলার সুযোগ আসবেই।‘’
অস্ট্রেলিয়ার হয়ে ১৯ টি ওয়ানডে ও ১৬টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারের বিশ্বাস এখনও ফুরিয়ে যাননি তিনি।
নিজের ফর্ম প্রসঙ্গে তিনি বলেন,’‘বিগ ব্যাশের কথা বললে এটিই আমার সেরা মৌসুম। তবে ইংল্যান্ডেও আমি বেশ ভালো একটি মৌসুম কাটিয়েছি। আমি মনে করি এই ৩৭ বছর বয়সেও আমার অনেক কিছু দেওয়ার আছে।”