এক ম্যাচে দুই রেকর্ড মুস্তাফিজের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের ৪০তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুর দিকে বাংলাদেশের বোলাররা সুবিধা করতে না পারলেও শেষের দিকে ঠিকই চেপে ধরেছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের। যেখানে অন্যতম ভূমিকা রাখেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ভারতের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ ৫ উইকেট নিয়ে এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়েন। আজকের ম্যাচে মাঠে নামার আগে এই বিশ্বকাপে  মুস্তাফিজের নামের পাশে ছিল ১০টি উইকেট। আজকে পাঁচ উইকেট নেয়াতে এই আসরে মুস্তাফিজের উইকেট সংখ্যা হল ১৫।

এর আগে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের সর্বাধিক ১৩ উইকেট নিয়েছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। ফলে এক আসরে বাংলাদেশের জার্সিতে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড এখন মুস্তাফিজের দখলে।

এদিকে এই রেকর্ডের পাশাপাশি আরও একটি রেকর্ডে আব্দুর রাজ্জাকের পাশে নাম লেখিয়েছেন কাটার মাস্টার। এক ম্যাচে সর্বাধিক বার পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি এতদিন ছিল রাজ্জাকের। একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ৪ বার ৫ উইকেট নেয়ার কীর্তি ছিল রাজ্জাকের। ভারতের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজের ওয়ানডে ক্যারিয়ারেও রাজ্জকারে সমান ৪ বার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন বাঁহাতি এই পেসার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »