এক ম্যাচেই যত রেকর্ডের জন্ম দিল বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

  • সাকিবের ১১০০০ রান ও পাঁচ শতাধিক উইকেট: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নেমে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে (তিন ফরম্যাট মিলিয়ে) ১১০০০ রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের এগারোতম ওভারে আন্দেল ফেলোয়াকোয়র বলে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। পাশাপাশি বল হাতে পাঁচ শতাধিক উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। বিশ্বে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান পাঁচ শতাধিক উইকেট ও ১১০০০+ রান করার গৌরব অর্জন করেছেন।
  • বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক সাকিব: এই বিশ্বকাপের আগে সাকিব আল হসান খেলেছেন আরও ৩টি বিশ্বকাপ। বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে সর্বোচ্চ রানের মালিক। বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলে সাকিবের মোট রান ৫৪০। দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ২১ ম্যাচে ৫১০ রান মুশফিকের।
  • ওয়ানডেতে সাকিবের ২৫০ উইকেট ও ৫০০০+ রানের মাইলফলক: আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে একদিনের ফরম্যাটে সাকিবের উইকেটসংখ্যা ছিল ২৪৯। এইডেন মারক্রামকে ফির‍্যে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডে ইতিহাসে ২৫০+ উইকেট ও ৫০০০+ রান করা পঞ্চম ক্রিকেটার সাকিব। তার আগে এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন শহিদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক (পাকিস্তান), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)। উল্লেখ্য, সবার চেয়ে কম ইনিংস খেলে এই ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। এই মাইলফলক স্পর্শ করতে সাকিব সময় নিয়েছেন মাত্র ১৯৯ ম্যাচ। যেখানে রাজ্জাকের লেগেছে ২৫৮ ম্যাচ, আফ্রিদির ২৭৩ ম্যাচ, জ্যাক ক্যালিস ২৯৩ ম্যাচ এবং জয়াসুরিয়ার লেগেছে ৩০৪ ম্যাচ।
  • ওয়ানডেতে সর্বাধিক রানের ইনিংস: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করেছে। যা টাইগারদের বিশ্বকাপের ইতিহাসে তো বটেই ওয়ানডে ইতিহাসেও সর্বাধিক রানের ইনিংস।
  • বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটি: ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে গড়েন ১৪১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল আজ প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান মিলে গড়েন ১৪২ রানের জুটি। যা টাইগারদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »