এক বছরের জন্য নিষিদ্ধ শাহাজাদ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তান ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহাজাদের উপর এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আফগান ক্রিকেট বোর্ড এসিবি। বোর্ডের নিয়ম অমান্য করায় এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার উপর।

গত বিশ্বকাপে শাহাজাদকে জোর করে দল থেকে বাদ দেয়া হয়েছে এমন অভিযোগ করেন তিনি। বিশ্বকাপে অন্যতম আলোচিত এই ইস্যুতে সমালোচনার শিকার হতে হয় আফগান ক্রিকেট বোর্ডকে। সম্প্রতি আবারও বোর্ডের নিয়ম ভঙ্গ করেছেন শাহাজাদ।

আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনেক আগেই নিয়ম করে দেয়া হয়েছিল আফগানিস্তান ছেড়ে কোনো ক্রিকেটার দেশের বাইরে থাকতে পারবে না। দেশের জার্সিতে খেলতে হলে অবশ্যই আফগানিস্তানেই থাকতে হবে। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই পাকিস্তানে এসে অনুশীলন করেছেন এই ক্রিকেটার। পেশোয়ারে তার সহধর্মীনির পিতার বাড়ি থাকায় সেখানে গিয়েছিলেন তিনি। ব্যাট হাতেও অনুশীলন করেছিলেন সেখানে। ফলে তার উপর এক বছরের এই নিষেধাজ্ঞা জারি করেছে আফগান ক্রিকেট বোর্ড। তার সাথে বোর্ডের চুক্তিও আগেই স্থগিত রাখা হয়েছিল।

এই ব্যাপারে এর আগেও শাহাজাদকে সতর্ক করেছিল বোর্ড। ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় কঠোর ব্যবস্থাই নিলো দেশটিরর ক্রিকেট বোর্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »